Priyotoma is a Bangladeshi-Bengali language film from the Dhallywood industry. The movie stars Shakib Khan and Idhika Paul in lead roles. The movie was directed by Himel Ashraf and produced by Arshad Adnan under the banner Versatile Media. The movie distributors were Tiger Media and Swapna Scarecrow.
শাকিবের প্রিয়তমা ইতিহাস তৈরি করল। বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ডকে ভাঙতে চলেছে প্রিয়তমা। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে বাংলাদেশের কিং খান। অঞ্জু ঘোষের মত কামাল দেখালেন কলকাতার ইধিকা বলছেন অনেকেই। প্রিয়তমার এখনও পর্যন্ত আয় কত? শাকিবিয়ানদের মুখে এখন শুধুই বাংলাদেশের কিংখানের জয়গান। প্রিয়তমা মূলত লাভ স্টোরি।কলকাতার ইধিকা পালের সঙ্গে এই সিনেমাতে অভিনয় করেছেন শাকিব। শাকিবের নায়িকা হয়েই ইধিকার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে কয়েকগুণ। তার চোখ থেকে ফিগার মুগ্ধ করেছে বাংলাদেশবাসীকে। ছবিতে এক বৃদ্ধের রূপে দেখা গিয়েছে শাকিব খানকে। যে মেকআপ করতে তাকে কম কষ্ট করতে হয়নি। সেই পরিশ্রমের ফল পেয়েছেন। বেদের মেয়ে জ্যোৎস্না নয় সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশনের ছবি হিসেবে প্রিয়তমা রেকর্ড করতে চলেছে।
Movie watch link : https://www.dailymotion.com/video/x8nffia
0 Comments